প্রাক-নিবন্ধন

  1. ‌১. এজেন্সি নির্বাচন
  2. ২. তথ্য পূরণ
  3. ৩. ভাউচার তৈরি করুন
  4. ৪. পেমেন্ট
  5. ৫. সনদ গ্রহণ

প্রাক নিবন্ধন করতে যে সকল তথ্য প্রয়োজন:

প্রাক-নিবন্ধনের জন্য ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন / পাসপোর্ট এবং বিদেশে বসবাসরত (নন-রেসিডেন্ট বাংলাদেশি) হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন/পাসপোর্ট, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।

প্রাক-নিবন্ধন বাতিল

  1. ‌১. আবেদন
  2. ২. সুপারিশ
  3. ৩. অনুমোদন
  4. ৪. অর্থ ফেরত

বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল পূর্বক ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত প্রক্রিয়াঃ

  1. ধাপ ১: আবেদন

    পিআরপি সিস্টেম হতে প্রাক-নিবন্ধিত এজেন্সির অ্যাকাউন্ট হতে অনলাইনে ফরম পূরণ করতে হবে। হজযাত্রীর প্রাক-নিবন্ধনের সমুদয় অর্থ হতে ১০০০ টাকা কর্তন করে বাকি টাকা BEFTN এর মাধ্যমে প্রাক-নিবন্ধিত এজেন্সির অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। হজ এজেন্সি যদি চায় তাহলে হজযাত্রীর অ্যাকাউন্ট BEFTN এর মাধ্যমে প্রদান করতে পারবেন। শুধুমাত্র একই ভাউচারে প্রাক-নিবন্ধিত একই পরিবারের হজযাত্রীগন একসঙ্গে আবেদন করতে পারবেন, অন্যথায় আলাদা আলাদা আবেদন করতে হবে।

  2. ধাপ ২: সুপারিশ

    আবেদন সংশ্লিষ্ট হজ এজেন্সি যাচাই করে অনলাইনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করবে।

  3. ধাপ ৩: অনুমোদন

    রিফান্ডের আবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে ব্যাংক ইউজারের কাছে প্রেরণ করা হবে। রিফান্ড আবেদন অনুমোদিত হলে আপনার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। হজে যেতে হলে সম্পূর্ণ নতুন করে প্রাক-নিবন্ধন করতে হবে।

  4. ধাপ ৪: অর্থ ফেরত

    সোনালী ব্যাংকের নির্বাচিত ব্রাঞ্চ হতে BEFTN নিশ্চিত করে প্রাক-নিবন্ধনের অর্থ ট্রান্সফার করে দিবে। হজযাত্রীর প্রদানকৃত অর্থ এজেন্সির নিকট থেকে সমুদয় অর্থ বুঝে নিতে হবে।